ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় রাজার বিশ্বাস (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে বনবিভাগের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজা কুশনা দোয়া পাড়ার মহি বিশ্বাসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বোনাই লিটনের জমি রেজিস্ট্রি করার পর বাড়ি ফেরার পথে ট্র্যাকটি সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত রাজাকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর হাসপাতালে রেফার্ড করা হলেও পথে তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ট্র্যাক ও এর ড্রাইভার ও হেলফারকে জব্দ করা হয়েছে। তবে মটরসাইকেলটি দুর্ঘটনার স্থানে পাওয়া যায়নি।
ওসি কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। নিহত রাজা পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে