যতদিন সময় লাগবে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র। কিয়েভে অঘোষিত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন। খবর বিবিসি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি বলেন, ‘আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে। ’
রাশিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভুল’ ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে।
বাইডেনের ইউক্রেন সফরের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, কিয়েভে বাইডেনের উপস্থিতির উদ্দেশ্য ছিল ‘ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অটুট প্রতিশ্রুতি’ পুনর্নিশ্চিত করা।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়।
এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতেই রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন সুলিভান।
আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হতে চলছে। দেশটির বিভিন্ন প্রদেশে যুদ্ধ পরিস্থিতি বর্তমান। এ অবস্থায় প্রথমবারের মতো বাইডেনের কিয়েভ সফর অনেকটাই চমকপ্রদ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :