ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে সহায়তা করলে সরকারিভাবে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। “গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে,” বলেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সব প্রার্থীর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি জানান, এতদিন অস্ত্রের লাইসেন্স মূলত সরকারি কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও প্রয়োজন অনুযায়ী লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া পূর্বে জমা দেওয়া বৈধ অস্ত্র ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ব্যক্তিদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সুরক্ষায় সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অপরাধীদের জামিন পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, তবে জামিনের বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। “আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং আবারও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে,” যোগ করেন তিনি।
এদিকে, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তার আগমন ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

