গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ২৩০ জন। শনিবার গাজার গণমাধ্যম দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংস্থাটির তথ্যে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল কমপক্ষে ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, এবং ওয়াশিংটন পরিস্থিতি “শান্তিপূর্ণভাবে বজায় রাখতে কাজ করছে।”
অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গাজা পরিস্থিতি নিয়ে এক ফোনালাপে আলোচনা করেছেন।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক দুর্ভোগ দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তারা দুই রাষ্ট্রভিত্তিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার ওপরও একমত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছেন।
একুশে সংবাদ/এ.জে