বিশ্বের সর্বোচ্চ আয়কারী লাইভ মিউজিক শিল্পী টেইলর অ্যালিসন সুইফট আবারও ফিরছেন নতুন চমক নিয়ে। ২০০৬ সালে কান্ট্রি শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর সুইফট একে একে পপসংগীতেও নিজের আধিপত্য দেখিয়েছেন ‘ফেয়ারলেস’ (২০০৮) ও ‘১৯৮৯’ (২০১৪) অ্যালবামের মাধ্যমে।
তারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ছয় পর্বের নতুন ডকুমেন্টারি সিরিজ— ‘ইরাস ট্যুর: দ্য অ্যান্ড অব অ্যান এরা’, যেখানে থাকবে এই বিশ্বনন্দিত ট্যুরের পেছনের দৃশ্য, ব্যক্তিগত মুহূর্ত, বিশেষ পারফরম্যান্স এবং ট্রাভিস কেলসি ও সাবরিনা কারপেন্টারসহ অন্যান্য শিল্পীর সাক্ষাৎকার।
গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ডকুমেন্টারির নতুন টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে সুইফট ট্যুরের অপ্রকাশিত কয়েকটি ফুটেজও প্রথমবারের মতো ভক্তদের সামনে তুলে ধরেছেন।
টিজারে ভক্তদের উদ্দেশে সুইফট বলেন,
“অনেক দিন ধরে এই ট্যুরের শেষ পর্বের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আজ আপনাদের জন্য সেই শেষ শো। সবকিছুর জন্য কৃতজ্ঞতা—আমি কতটা রোমাঞ্চিত, তা ভাষায় বোঝাতে পারব না।”
ডকুমেন্টারিতে থাকবে—
ট্যুরের অপ্রকাশিত ফুটেজ
মঞ্চের বাইরের প্রস্তুতির গল্প
কয়েকটি বিশেষ ম্যাশআপ গান
ট্র্যাভিস কেলসির সঙ্গে সুইফটের সম্পর্কের অজানা মুহূর্ত
সুইফট বলেন,
“একটা ট্যুর মানে দীর্ঘ প্রস্তুতি—যা শারীরিক ও মানসিকভাবে কঠিন। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফরের অনেক অজানা গল্পই এবার জানতে পারবেন ভক্তরা।”
ডিজনি প্লাসে ১২ ডিসেম্বর মুক্তি পাবে ডকুমেন্টারির প্রথম দুই পর্ব।
একুশে সংবাদ/ সাএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

