ঢালিউডে একসময় গুঞ্জন উঠেছিল—চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত ও আড়ালপ্রিয় শুভ সে জল্পনাকে কখনোই প্রশ্রয় দেননি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে থেমে যায় সে ফিসফাস, যদিও কৌতূহল রয়ে যায় দর্শকমনের গভীরে।
সেই সুপ্ত কৌতূহলকে যেন আবারও জাগিয়ে তুললেন দুজন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালেই প্রায় একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন দুটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। শিউলীফুলের নকশার শাড়িতে সেজে শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন ঐশী। ছবিতে যেন নীরবতাই গল্প বলে।
আরও রহস্য যোগ হয়েছে ক্যাপশনে। আরিফিন শুভ লিখেছেন— ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ আর ঐশী যেন তারই প্রতিধ্বনি করে লিখেছেন— ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’
দুটি ছবি, দুটি ক্যাপশন—কিন্তু আবহ এক। ফলে নতুন করে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঢালিউড মহলে:
শুভ–ঐশীর পুরনো গুঞ্জন কি আবার মাথা তুলছে? নাকি সবই অন্য কোনো পরিকল্পনার অংশ?
এদিকে আলোচনায় এসেছে আরেকটি বিষয়—দীর্ঘদিন আটকে থাকা রাহায়ান রাফী পরিচালিত তাদের বহুল আলোচিত সিনেমা ‘নূর’ খুব শিগগিরই বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে পারে। তাই অনেকেই ধারণা করছেন, এটি হয়তো ছবির প্রচারণার কৌশলও হতে পারে।
এটি প্রেমের ইঙ্গিত, নাকি কৌশলগত প্রচারণা—এ প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতেই তুলে দেওয়া ছাড়া উপায় নেই।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

