AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত স্থানচ্যুতি হয়নি: ডিএমটিসিএল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৬ পিএম, ১ ডিসেম্বর, ২০২৫

ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত স্থানচ্যুতি হয়নি: ডিএমটিসিএল

ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত স্থানচ্যুতি হয়নি: ডিএমটিসিএলসাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ধরনের ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট বা গঠনগত ক্ষতি হয়নি বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ সোমবার (১ ডিসেম্বর) উত্তরা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ফারুক আহমেদ বলেন, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভূমিকম্পের পরপরই আমরা ৪-৫ ঘণ্টা ধরে পুরো মেট্রোরেলের স্ট্রাকচার শারীরিকভাবে পরীক্ষা করেছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও সব স্টেশন ঘুরে দেখেছি।”

তিনি জানান, পাবলিক সার্ভিস শুরুর আগে নিয়ম অনুযায়ী টেস্ট রান চালানো হয়। সেদিন দুটি ট্রেন দুই দিক থেকে চালিয়ে পুরো লাইন পরীক্ষা করা হয়েছে। ফার্মগেট ও বিজয় সরণি এলাকার বিয়ারিং প্যাডগুলোও সরাসরি পরীক্ষা করা হয়েছে। এ কারণে ট্রেন চালু হতে ২৭ মিনিট দেরি হয়।

সোশ্যাল মিডিয়ার ভুয়া ভিডিও–ছবির বিষয়ে তিনি বলেন, “ভূমিকম্পের পর অনলাইনে মেট্রোরেল ভেঙে পড়েছে—এমন ভুয়া ছবি দেখেছি। এগুলোর অনেকই এআই–প্রস্তুত। বাস্তবে কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি।”

ক্ষতির বিস্তারিত জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, “শুধু একটি দেয়ালে হালকা ফাটল, দুটি টাইলস খসে পড়া আর সিলিং থেকে কয়েকটি প্যাড খুলে গেছে। ভূমিকম্পে এমন ক্ষতি স্বাভাবিক। যেমন আমার বাসার দেয়ালেও ফাটল ধরেছে।”

 

একুশে সংবাদ/ সাএ

 

Link copied!