AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশমিকা মান্দানার আয়ের ঝড়, পিছিয়ে দীপিকা-প্রিয়াংকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

রাশমিকা মান্দানার আয়ের ঝড়, পিছিয়ে দীপিকা-প্রিয়াংকা

বহুদিন ধরে বলিউড ও দক্ষিণী সিনেমায় অভিনেতাদের দাপট থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই সমীকরণ বদলেছে। এখন অভিনেত্রীরাও অভিনেতাদের মতোই নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে মোটা অঙ্কের টাকা উপার্জন করছেন।গত তিন বছরের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা প্রায় ৩০০০ কোটি রুপি উপার্জন করে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়াকে পেছনে ফেলেছেন।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাশমিকার পরপর তিনটি সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে, যার ফলে তিনি সিনেপ্রেমীদের কাছে ‘লাকি চার্ম’ হিসেবে পরিচিতি পেয়েছেন। মুক্তিপ্রাপ্ত তিন সিনেমার মধ্যে প্রথমেই রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ‘এনিম্যাল’, যা ২০২৩ সালে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করে। এই সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেন রণবীর কাপুর, ববি দেওল, অনিল কাপুর ও তৃপ্তি দিমরি।

এরপর ২০২৪ সালে মুক্তি পায় সুকুমার পরিচালিত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা ২ : দ্য রুল’, যেখানে তিনি শ্রীভল্লি চরিত্রে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন। প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটি বিশ্বব্যাপী ১৮০০ কোটি রুপি আয় করে এবং বছরের সবচেয়ে বড় হিট হিসেবে পরিচিতি পায়।

চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ছাভা’ সিনেমায় ভিকি কৌশলের বিপরীতে রাশমিকাকে দেখা যায়। এই ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ১১৬.৫ কোটি রুপি। তিনটি সিনেমার সম্মিলিত আয়ের হিসাবে রাশমিকা মান্দানা প্রায় ৩০০০ কোটি রুপি উপার্জন করেছেন, যা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের আয়কেও ছাড়িয়ে গেছে।

পরবর্তী সিনেমায় সালমান খানের বিপরীতে বর্তমানে রাশমিকা মান্দানা এআর মুরুগাদোসের পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায় কাজ করছেন। এই সিনেমায় তাকে সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে।

অভিনয় দক্ষতা ও বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতায় রাশমিকা মান্দানা এখন সত্যিই বলিউড ও দক্ষিণী সিনেমার অন্যতম বড় নাম হয়ে উঠেছেন।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!