২০০৮ সালে আয়েশা ইসলামকে বিয়ে করেন অভিনেতা মামনুন ইমন। একসঙ্গে একই ছাদের নিচে ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এই জুটি।স্বামী ইমন শোবিজাঙ্গনে ব্যস্ত থাকলেও স্ত্রী আয়েশাকে কখনো পর্দায় দেখা যায়নি। তবে প্রথমবারের মতো বাস্তব জীবনের এই তারকা দম্পতি পর্দায় হাজির হতে যাচ্ছেন।
বরাবরই ইমন তার স্ত্রী আয়েশা ইসলাম আশাকে শোবিজ অঙ্গন থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে এবার নাম লেখালেন শোবিজে। ইমন তার স্ত্রী আশার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এর মাধ্যমে অভিনয়ে নাম লেখালেন আয়েশা।
স্ত্রীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। রোমান্টিক গল্পের বিজ্ঞাপন। আশা করছি, দর্শকদেরও এটি ভালো লাগবে।
স্বামী ইমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা বলেন, ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে। খুব তাড়াতাড়ি বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :