গুরুতর অসুস্থ ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। নেওয়া হয়েছে আইসিইউতে। সকাল থেকেই বেশকিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয়।
অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালে নেয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

ঘনিষ্ঠ সূত্রটি আরও জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়েও তার শীত নিবৃত করতে পারছিলেন না। এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র থেকে জানায়, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আজ শনিবার (৪ জানুয়ারি) এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল। অভিনেতার অসুস্থতার কারণে শুটিং বাতিল করা হয়েছে।
একুশে সংবাদ//ই.টি//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

