AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ডিয়ার মা’ ট্রেলার শেয়ার করে জয়ার প্রশংসায় অমিতাভ, আনন্দে আপ্লুত টিম


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১২ পিএম, ৪ জুলাই, ২০২৫

‘ডিয়ার মা’ ট্রেলার শেয়ার করে জয়ার প্রশংসায় অমিতাভ, আনন্দে আপ্লুত টিম

বাংলা সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার প্রকাশের পর নতুন চমক নিয়ে হাজির হলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। শুক্রবার (৪ জুলাই) সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ট্রেলার শেয়ার করে অভিনেতা লেখেন, “টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।” তার এই বার্তায় আপ্লুত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং অভিনেত্রী জয়া আহসানসহ পুরো নির্মাণ দল।


পরিচালক অনিরুদ্ধ বলেন, “এটা শুধু শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। এমন একজন কিংবদন্তির কাছ থেকে এমন বার্তা পাওয়া আমাদের টিমের জন্য বিশাল প্রাপ্তি। যেন কাঁধে হাত রেখে কেউ বলছেন— এগিয়ে চলো। সত্যিই মনটা ভরে গেছে।”


অন্যদিকে ট্রেলার প্রকাশের পর বিমানবন্দরে বসেই একের পর এক শুভেচ্ছাবার্তা পাচ্ছিলেন জয়া আহসান। অমিতাভের বার্তা দেখে আবেগে আপ্লুত হয়ে জয়া বলেন, “আমি ভাষাহীন। এমন একজন মানুষ আমাদের কাজের প্রশংসা করেছেন, নিজের প্রোফাইলে শেয়ার করেছেন— এটা পরম প্রাপ্তি। এটা শুধু আমার একার নয়, বাংলা সিনেমার জন্যও বিরাট অর্জন।”


তিনি আরও যোগ করেন, “আমরা বড় হয়েছি তার সিনেমা দেখে। তার অভিনয় দেখে অনেকেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। আজ সেই মানুষটা আমার কাজকে আশীর্বাদ করছেন— এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।”


উল্লেখ্য, ‘ডিয়ার মা’ পরিচালনা করছেন ওপার বাংলার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবির গল্পে রয়েছে এক মা ও সন্তানের টানাপড়েন, ভালোবাসা ও জীবনের কঠিন বাস্তবতা। সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে এক ভিন্নধর্মী মায়ের চরিত্রে।


ট্রেলার মুক্তির পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বেশ আলোড়ন তুলেছে ‘ডিয়ার মা’, আর অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তির স্বীকৃতি পাওয়ায় সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!