ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রোববার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। আদালত ১০ হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ১০ জুলাই হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ প্রায় শেষ হওয়ায় তিনি বিচারিক আদালতে জামিননামা দাখিল করেন। তখন জানানো হয়েছিল, উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে দ্রুতই তিনি আত্মসমর্পণ করবেন। সেই অনুযায়ী আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন নেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে ‘জুলাই আন্দোলন’-এর সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
ওই মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকা অভিযুক্ত হয়েছেন। অভিযোগ করা হয়, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।
এর আগে মামলার অপর আসামি নুসরাত ফারিয়াকে গত ১৮ মে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। পরে ২০ মে তিনি জামিনে মুক্তি পান।
অপু বিশ্বাসের আইনজীবী জানান, জামিনের পর মামলার তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে