AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল ঝিনাইগাতী উপজেলাবাসী



বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল ঝিনাইগাতী উপজেলাবাসী

শেরপুরের ঝিনাইগাতীর রাজনীতিতে এক পরিচিত ও জনপ্রিয় মুখ মো. আমিনুল ইসলাম বাদশা। ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান, পরে টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের মনে তিনি শক্ত অবস্থান গড়ে তুলেছেন। একইসঙ্গে তিনি উপজেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা বিএনপির দুইবারের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা বলেন, “সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির অনেক নেতা প্রার্থী হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দলটি। কিন্তু শেরপুর-৩ আসনের কিছু রাজনৈতিক ব্যক্তি এবং তৎকালীন জেলা বিএনপি তাদের স্বার্থসিদ্ধির জন্য আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে দল থেকে বহিষ্কারের প্রস্তাব পাঠায় কেন্দ্রে। সেই প্রস্তাবের ভিত্তিতে কেন্দ্রীয় বিএনপি আমাকে বহিষ্কার করে। পরে আমি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বারবার কেন্দ্রে গিয়েও ব্যর্থ হই, কারণ ওই গোষ্ঠী প্রবলভাবে এর বিরোধিতা করে আসছে।”

তবে বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঝিনাইগাতী উপজেলাবাসী।তাদের দাবি, বাদশা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সেবক, একজন নিঃস্বার্থ জননেতা। যেকোনো দুর্যোগে কিংবা উন্নয়নমূলক কার্যক্রমে তার অবদান অনস্বীকার্য।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দলমত নির্বিশেষে বিএনপির বর্ষীয়ান নেতা, কর্মী ও ভোটাররা বলছেন—ঝিনাইগাতীর বিএনপিতে স্বচ্ছতা ও গণভিত্তি আনতে বাদশার কোনো বিকল্প নেই। এজন্য তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত প্রায় এক মাস ধরে চলমান রয়েছে সভা ও সমাবেশ।

অনেকে আরও বলছেন,“বাদশা ভাই যদি দলে না থাকেন, তাহলে আমরা মাঠের নেতাকর্মীরাই আরও বেশি নির্যাতনের শিকার হবো। সেই সঙ্গে শেরপুর-৩ আসনটিও বিএনপি হারাতে পারে।”

একজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন,“আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এমন জনপ্রিয় একজন নেতাকে দলে না রাখা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।”

ফলে দ্রুত সময়ের মধ্যেই আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে উত্তাল হয়ে উঠেছে পুরো ঝিনাইগাতী উপজেলাবাসী।
তারা মনে করছেন, দলের উচিত গণমানুষের নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে উপজেলা বিএনপিতে গণতন্ত্র ও স্বচ্ছতা ফিরিয়ে আনা।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!