ঢালিউড ও টলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতায় কাজ করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো কলকাতায় সিনেমার প্রচারে, আবার কখনো ঢাকায় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তবে কর্মব্যস্ত এই জীবনের মাঝেও প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসেন জয়া। শখের বসে নানা রকম ফল ও সবজি চাষ করেন তিনি— যা আগেও একাধিকবার প্রকাশ পেয়েছে। বাগান ও কৃষিকাজ তার কাছে যেন এক আত্মিক আনন্দের জায়গা।
নিজের একটি ছোট ফার্ম হাউজ রয়েছে জয়াদের। সেখানেই সময় পেলেই চলে যান তিনি। রোববার সেই খামারের কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে— ফলন্ত পেঁপে ও পিচফলের গাছের পাশে সবুজ পোশাকে দাঁড়িয়ে হাসছেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের লক্ষ্য— আমার ছোট্ট ফার্মেই আমি আনন্দ খুঁজে পাই।’
সম্প্রতি কলকাতার ‘ডিয়ার মা’ ছবির প্রচার কাজ শেষ করে এবং ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং সেরে দেশে ফিরেছেন জয়া। দেশে ফিরেই শহরের কোলাহল ছেড়ে সময় কাটাচ্ছেন নিজের খামারে।
এদিকে বড় পর্দায়ও রয়েছে তার সরব উপস্থিতি। একাধিক প্রেক্ষাগৃহে একযোগে চলছে তার অভিনীত ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’, যেখানে তার পারফরম্যান্স দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে