ঢালিউডের গণ্ডি পেরিয়ে টলিউডে পা রাখতে চলেছিলেন পরীমনি। তার আগেই সমস্যায় পড়লেন এই চিত্রনায়িকা। জানা গেছে, ভিসা জটিলতায় ভারতে যেতে পারছেন না তিনি। যার ফলে আটকে গেছে তার সিনেমার শুটিং।
পাঁচ মাস আগে ছেলেকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন তারকা অভিনেত্রী পরীমনি। সে সময় টলিউডে তাঁর প্রথম প্রজেক্ট ‘ফেলুবকশি’র দৃশ্যধারণেও অংশ নেন তিনি। শুটিং শুরু করলেও এখন শেষ করা নিয়ে জটিলতায় পরীমনি।সিনেমাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ।নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।

‘ফেলুবকশি’ সিনেমায় মুখ্য ভূমিকায় পরীমনি ছাড়াও দেখা যাবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারকে। থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। ‘ফেলুবকশি’ সিনেমায় কাজ করতে গিয়ে সেখানকার আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমনি। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ তিনি। অভিনেত্রী জানান, নতুন এ সিনেমার শুটিং বাংলাদেশেও হবে।

থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করে এ খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
স্ট্রিমিং প্ল্যাটফরম হইচইয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

