AB Bank
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোভান ও তিশার জুটি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:০৪ এএম, ৯ সেপ্টেম্বর, ২০২৪
জোভান ও তিশার জুটি

জোভান ও তানজিন তিশাকে একসঙ্গে অনেক নাটকেই দেখা গেছে একসময়। ছোট পর্দার জনপ্রিয় এই জুটির নাটকের বেশ চাহিদা ছিল। কিন্তু বছর দুই আগে হঠাৎই জুটিটা ভেঙে যায়। ২০২২ সালে প্রচারিত ‘নিশ্বাসে বিষ’ নাটকের পর তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। বিরতির পর ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকে আবার একসঙ্গে দেখা দিলেন এই জুটি। নাটকটি গত শুক্রবার সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

২ বছর পর ফিরছে জোভান-তিশা জুটি

নাটকটি নিয়ে জোভান বলেন, ‘আমি আর তিশা অনেক দিন পর জুটি হয়ে ফিরেছি। বিরতির পর ফেরার কারণে দর্শকেরও আগ্রহ আছে।

তানজিন তিশা কি জোভানের!

তা ছাড়া বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে গল্প হওয়ার কারণেও তরুণদের ভালো লাগছে। সব মিলিয়ে মুক্তির পরই আলোচনায় এসেছে নাটকটি।’

বিরতির পর জোভান ও তিশা জুটি | প্রথম আলো

তখন আমাদের মনে হয়েছিল, আমাদের জুটি হয়তো দর্শকের কাছে একঘেয়ে লাগছে, কিছুদিন বিরতিতে যাওয়া উচিত। কিন্তু বিরতিটা একটু বেশিই হয়ে গেছে মনে হচ্ছে।’

তানজিন তিশার ফ্ল্যাটমেট জোভান

এই অভিনেতা জানান, এখন থেকে তাঁরা নিয়মিত একসঙ্গে কাজ করবেন। ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

 

 

একুশে সংবাদ/এসএস

 

Link copied!