AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার ইধিকার সঙ্গে জুটি বাঁধছেন শরিফুল রাজ!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৪৫ পিএম, ২৭ অক্টোবর, ২০২৩

এবার ইধিকার সঙ্গে জুটি বাঁধছেন শরিফুল রাজ!

শাকিব খানের সঙ্গে ইতিমধ্যেই একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী ইধিকা পাল। কলকাতায় যদিও এখনো তার অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। তবে ও পার বাংলায় তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রিয়তমা’ নিয়ে বিপুল আলোচনা হয়ে গিয়েছে। তারপর থেকে নাকি নায়িকার কাছে একের পর এক বাংলাদেশের চিত্রনাট্য এসেই চলেছে।

 

এর মাঝেই দুই বাংলায় হইচই। শোনা যাচ্ছে, এবার নাকি অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইধিকাকে। ইতিমধ্যে সেই সিনেমাতে সইও করে ফেলেছেন অভিনেত্রী। এই ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল শাকিবের। কিন্তু তিনি ‘না’ করায় শোনা যাচ্ছে ইধিকার সঙ্গে জুটি বাঁধবেন ইধিকা। সত্যিই কি তাই?

 

বিস্তারিত জানতে ইধিকার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে খোলসা করতে রাজি না হলেও, পরে ইধিকা বলেন, “আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনো আমার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ সবটা পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারব না। তাই যেটা রটছে সেটা ঠিক নয়।”

 

উল্লেখ্য, এর আগে অনেক বার ব্যক্তিগত জীবনের কারণে বার বার চর্চায় উঠে এসেছে রাজের নাম। অভিনেত্রী পরীমনির সঙ্গে বিয়ে, বিবাহবিচ্ছেদ অনেক কারণেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। যদিও তিনি নায়িকার সিদ্ধান্তের সম্মান করেন, সেটাই জানিয়েছিলেন। অন্যদিকে, ‘পিলু’ শেষ হওয়ার পর ইধিকাকে বাংলা সিরিয়ালে অনেক দিন দেখেননি দর্শক। তিনি মন দিয়েছিলেন বাংলাদেশের কাজে। যদিও সোহম চক্রবর্তীর বিপরীতে একটি ছবির কাজ সেরে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়।

 

 

একুশে সংবাদ/ডে.বা/না.স

Link copied!