AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘জওয়ান’-এর পরিচালকের হাত কেটে ফেলার দাবি! (ভিডিও)


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৩২ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৩

‘জওয়ান’-এর পরিচালকের হাত কেটে ফেলার দাবি! (ভিডিও)

চার বছর বিরতি কাটিয়ে ‘পাঠান’ নিয়ে পর্দায় ফিরে রেকর্ড গড়েছিলেন বলিউড শাহরুখ খান। কয়েক মাস যেতে না যেতে সেই রেকর্ড নিজেই ভাঙলেন বলিউড বাদশা।

 

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল পাঠান, গোটা দেশ ভেসে গিয়েছিল শাহরুখ ম্যাজিকে। ৭ সেপ্টেম্বর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পায় ‘জওয়ান’। আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল যেন। একদিনে সমস্ত রেকর্ড তোলপাড় করে ভারতীয় বক্স অফিসে ৭৫ কোটি রুপি আয় করল কিং খানের সিনেমা।

 

দর্শকদের সবার একটাই বক্তব্য এটা কেবল একটা সিনেমা নয়, তার থেকে অনেক বেশি কিছু। কিন্তু তাদের সবার মধ্যে এক শাহরুখ ভক্ত যা দাবি করলেন, সেটা শুনলে চমকে উঠতে হয়!

 

কিছু কথা, কিছু প্রতিক্রিয়া শুনলে বোঝা যায় না যে কী করা উচিত, এটাও যেন তাই! আসলে কী বলেছেন কিং খানের সেই ভক্ত?

 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিহারের পাটনার একটি হলের বাইরে দর্শকদের প্রতিক্রিয়া নেয়া হচ্ছিল, সেখানেই এক সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, ‘অ্যাটলির হাত কেটে ফেলা উচিত। তাজমহল বানানোর পর যেমন সমস্ত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল, যাতে ওরা আরেকটা তাজমহল না বানাতে পারে। তেমন ভাবেই অ্যাটলি যাতে আর এমন ছবি না বানাতে পারেন তাই তার হাতকেও কেটে ফেলা উচিত।’

 

তাজমহলকে ঘিরে এমন গল্প প্রচলিত আছে যে এটা তৈরি হওয়ার পর সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যাতে আর এমন কিছু না বানাতে তার। কিন্তু তাই বলে সেটার সঙ্গে জওয়ানের তুলনা! নেটিজেনদের অনেকেই তা নিয়ে মজাও করছে।

 

তিনি তার বক্তব্যে আরও জানান যে ‘জওয়ান’-এর রেকর্ডও ভেঙে যাবে। তার কথায়, ‘ডাঙ্কি আসছে তো। আবার রেকর্ড ভাঙবে। তবে এই সিনেমা আজ তো ১৫০ কোটি আয় করেছেই করেছে।’

 

এই পোস্টে বেশিরভাগ নেটিজেনই হাসির ইমোজি কমেন্ট করেছেন। এক ব্যক্তি আবার লেখেন, ‘এটা কে রে! আজব দাবি তো!’

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!