AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব়্যাম্পে হেঁটে কটাক্ষে এনা, হলেন বডি শেমিং-এর শিকার (ভিডিও)


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪১ পিএম, ২৮ আগস্ট, ২০২৩
ব়্যাম্পে হেঁটে কটাক্ষে এনা, হলেন বডি শেমিং-এর শিকার (ভিডিও)

মাঝেমধ্যেই দেশ-বিদেশ থেকে ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন টলিউডের এনা সাহা। সেই ছবি, সেই পোজ দেখে একশ্রেণী যেমন প্রশংসায় পঞ্চমুখ, তেমনই অপর এক শ্রেণী কটাক্ষ করতে ছাড়েন না তাঁকে।

 

ছোট বয়স থেকেই টলিউডের পর্দার তিনি পরিচিত মুখ। তবে টলিউডে কেরিয়ারের পসার সেভাবে জমাতে পারেনি অভিনেত্রী। কেবল অভিনেত্রীই নন, তিনি টলিউডের এক প্রযোজকও বটে। নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত ছবি SOS প্রযোজনা করেছিলেন তিনি নিজে। তবে তারপর থেকে টলিউডে সেভাবে এনাকে খুঁজে পাওয়া যায় না। নতুন কোনও কাজের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেনি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতি। মাঝেমধ্যেই দেশ-বিদেশ থেকে ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন টলিউডের এই অভিনেত্রী। সেই ছবি, সেই পোজ দেখে একশ্রেণী যেমন প্রশংসায় পঞ্চমুখ, তেমনই অপর শ্রেণী কটাক্ষ করতে ছাড়েন না তাঁকে। 

 

বারবার বডি শেমিং-এর শিকার হতে হয় এনা সাহাকে। এবারও ব্যতিক্রম হল না তার। সম্প্রতি বেঙ্গালুরুর এক ফ্যাশন শো-তে দেখা গেল এনা সাহাকে। যেখানে বোল্ড লুকে রাম্পে হেঁটে তাক লাগালেন তিনি। তবে তারই হাঁটা এক শ্রেণী একেবারেই পছন্দ করেননি। রীতিমতো কটাক্ষ করে কেউ লিখলেন, ‘এতো ব়্যাম্প ওয়াকটাই পারে না’। বডি শেমিং করে কেউ লিখলেন, ‘ছোটা হাতি’, কেউ লিখলেন ‘গলুমলু’। কেউ আবার তাঁকে শরীরের যত্ন নেওয়ার আর্জি জানালেন। কারও প্রশ্ন ‘এনাকে কোন দিক থেকে মডেল লাগে’

 

ফিগার নিয়ে অতীতেও ইনাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এ বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ। বরাবরই ট্রোল বিষয়টা এড়িয়েই চলছেন তিনি। নিজের মতো করে কেরিয়ারে ভাল কাজ করে যাওয়া। তবে তেমন কোনও চরিত্রের প্রস্তাব ঝুলিতে নেই এনার। ফলে এখন তিনি মডেলিং-এই নজর দিয়েছেন। প্রসঙ্গত, চিনে বাদাম নিয়ে বেজায় সমস্যায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। ছবির নায়ক যশ দাশগুপ্ত ছবি মুক্তির ৪-৫ দিন আগেই টুইট করে তিনি জানিয়ে দিয়েছিলেন ‘চিনে বাদাম’-এর সঙ্গে তাঁর আর কোনও সম্পর্কই নেই। শৈল্পিক মতপার্থক্য, অর্থাৎ ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে নাকি তাঁর। ফলে তিনি ছবিটিকে প্রায় খাদের ধারে ঠেলে দিয়ে উল্টো দিকে হাঁটা দিয়েছিলেন। এরপর আর ছবি করতে দেখা যায়নি তাঁকে।

 

একুশে সংবাদ/ট.ন.প্র/জাহা

Link copied!