AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৭ পিএম, ১ ডিসেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচিতে পুরো মিরপুর সড়ক অচল হয়ে পড়ে। এতে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়—অনেকেই উপায় না পেয়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

সায়েন্সল্যাব মোড় ঘিরে অবরোধের ফলে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশ বন্ধ থাকে। একইসঙ্গে নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী এবং ধানমন্ডি থেকে নীলক্ষেত–নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। বাস, প্রাইভেটকার, রিকশা—সব ধরনের যানবাহন আটকে থাকায় চরম বিপাকে পড়েন যাত্রীরা।

ধানমন্ডি থেকে নিউমার্কেটে কর্মস্থলের পথে থাকা দোকান কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, “জ্যাম ধানমন্ডির ভিতর পর্যন্ত গিয়েছে। গাড়ি না চলায় হাঁটছি। সড়ক বন্ধ হলে সাধারণ মানুষই সবচেয়ে বিপাকে পড়ে।”
এদিকে পথচারী আফসানা খাতুন জানান, “নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলাম। অবরোধে কোনো গাড়ি পাচ্ছি না। তাই হেঁটে সায়েন্সল্যাব পর্যন্ত যাচ্ছি।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা কলেজসহ সাত সরকারি কলেজের শত বছরের ঐতিহ্য, স্বকীয়তা ও পরিচিতি ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোর কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, তাদের মতামত ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে এসব কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

 

একুশে সংবাদ/ সাএ

 

Link copied!