AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটায় পরিবর্তনসহ সরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৪ এএম, ১৪ নভেম্বর, ২০২৫

কোটায় পরিবর্তনসহ সরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের নীতিমালায় ভর্তি বয়স, কোটা এবং আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সচিব রেহেনা পারভীনের স্বাক্ষরে এ নীতিমালা প্রকাশ করা হয়।

ভর্তি বয়স ও শ্রেণি কাঠামো

নতুন নীতিমালা অনুযায়ী অ্যান্ট্রি শ্রেণিসহ নবম শ্রেণি পর্যন্ত আসন শূন্য থাকলে ভর্তি নেওয়া যাবে।
জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, ৬ বছরের বেশি বয়সী শিশুদের স্কুলে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে নির্ধারিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারিতে শিক্ষার্থীর ন্যূনতম বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ বয়স ৭ বছর নির্ধারণ করা হয়েছে।

  • উদাহরণ: ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮–এর মধ্যে।

  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বয়সে অতিরিক্ত ৫ বছরের সুবিধা পাবেন।

শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনলাইন কপি আবেদনের সঙ্গে দিতে হবে।

বছরপঞ্জি ও শিক্ষার্থী সংখ্যা

২০২৬ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখতে হবে।

আবেদন, লটারি ও ফি

ডিজিটাল লটারির তারিখ ও আবেদন ফি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নির্ধারণ করবে। মাউশি কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির সব কার্যক্রম পরিচালনা করবে।

বিদ্যালয় পছন্দক্রম

একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় বেছে নিতে পারবে।
ডাবল শিফট স্কুলে উভয় শিফট বেছে নিলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।

বিদ্যমান অনলাইন ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে শিক্ষার্থীকে পছন্দের তালিকার যেকোনো একটি বিদ্যালয় চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে—এ তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত থাকবে।

ক্যাচমেন্ট এলাকা

ঢাকা মহানগরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি গ্রুপে ভাগ থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান সর্বোচ্চ তিনটি নিকটবর্তী থানাকে ক্যাচমেন্ট এলাকা হিসেবে চিহ্নিত করতে পারবেন।
ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা বহাল রাখা হয়েছে।

কোটা কাঠামোয় পরিবর্তন

কোটাশতাংশপরিবর্তন
ক্যাচমেন্ট এলাকা৪০%অপরিবর্তিত
মুক্তিযোদ্ধা৫%অপরিবর্তিত
বিশেষ চাহিদাসম্পন্ন২%অপরিবর্তিত
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী০.৫%নতুনভাবে পৃথক
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী০.৫%নতুনভাবে পৃথক
যমজ শিশু২%আগে ৩% ছিল
সহোদর৩%আগে ২% ছিল
সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস (ষষ্ঠ শ্রেণিতে ভর্তি)১০%বাধ্যতামূলক

যমজ/সহোদর কোটার ক্ষেত্রে এক দম্পতির সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত সুবিধা প্রযোজ্য হবে।

ভর্তি কমিটি

  • ঢাকা মহানগরে: মাউশির মহাপরিচালকের নেতৃত্বে কমিটি

  • জেলা পর্যায়ে: জেলা প্রশাসক (ডিসি) নেতৃত্বে

  • উপজেলা পর্যায়ে: ইউএনও নেতৃত্বে ভর্তি কমিটি পরিচালিত হবে।

আবেদন ও লটারির সম্ভাব্য সময়সূচি

মাউশির ১০ নভেম্বরের সভায় ভর্তির সময়সূচির প্রস্তাব তুলে ধরা হয়।

  • ১৯ নভেম্বরের মধ্যে: ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

  • ২১ নভেম্বর–৭ ডিসেম্বর: অনলাইন আবেদন গ্রহণ

  • ১৪ ডিসেম্বর: সম্ভাব্য ডিজিটাল লটারি

  • ১৭–২১ ডিসেম্বর: নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!