যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও সংকীর্ণ সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে এই দুরবস্থা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে পৌরসভায় লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক থেকে ভৈরব নদে যাতায়াত সহজ হওয়ায় এই আবাসিক এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘাট, গুদাম, কয়লা ও সার ড্যাম্প। ব্যবসায়িক কারণে প্রতিদিন এই সড়কে অসংখ্য ট্রাক, পিকআপ ও ভারী যানবাহন চলাচল করে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “ব্যবসায়ীরা এই রাস্তা ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ কিংবা ব্যবসায়ী কেউই সড়কটি মেরামতের উদ্যোগ নিচ্ছেন না।”
তারা আরও জানান, সড়কটি এখন পুরোপুরি খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটুপানি। শিক্ষার্থীদের নোংরা কাদা ও পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। বৃষ্টি হলে আশপাশের ঘরবাড়িও পানিবন্দি হয়ে পড়ে। এমনকি এই সড়কে ট্রাকচাপায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এলাকাবাসীর ভাষায়, “বহুবার অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়েই আমরা রাস্তা অবরোধ করেছি।”
নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “এলাকাবাসীর অবরোধের খবর পাওয়ার পরই পৌর প্রশাসক আমাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। সরেজমিনে এসে দেখি সড়কটির অবস্থা সত্যিই ভয়াবহ, চলাচলের অনুপযোগী। সরকারি বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু হবে। তবে দ্রুত সমস্যার সমাধানের জন্য এলাকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে অস্থায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।”
একুশে সংবাদ/এ.জে