AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাতা দেখা শেষ , ‍‍`১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল প্রকাশ‍‍`


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২১ পিএম, ৭ অক্টোবর, ২০২৫

খাতা দেখা শেষ ,  ‍‍`১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল প্রকাশ‍‍`

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। খাতা মূল্যায়ন ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং ফল প্রকাশ হবে আগামী ১৮ অক্টোবরের আগে।

মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ফল প্রস্তুতির কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “১৮ অক্টোবর পূর্ণ ৬০ দিন হবে। আমরা এর আগেই ফল প্রকাশ করতে চাই। তবে সঠিক তারিখ এখনো চূড়ান্ত হয়নি; চূড়ান্ত হলে তা জানানো হবে।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার ১২ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। পাবলিক পরীক্ষা আইনের নিয়ম অনুযায়ী—লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। ১৩ আগস্টে শেষ হওয়ার কথা থাকলেও কিছু বিষয়ে পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন সূচি প্রকাশের পর পরীক্ষা শেষ হতে কিছুটা সময় লেগেছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারাদেশে পরীক্ষা হয়েছে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

প্রধান বোর্ডগুলোর পরীক্ষার্থী সংখ্যা হলো—ঢাকা ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫ জন।
বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিলেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!