বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সার্বিক অর্থনীতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনীতি আরও গতি পাবে এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।
শনিবার দুপুরে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টে আয়োজিত ‘এমএফআই-ব্যাংক লিংকেজ’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি সম্পর্কে গভর্নর বলেন, “বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে যুক্তরাজ্যে আইনজীবী পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানিগুলোর দাবির বৈধতা প্রমাণে কাজ চলছে। সফল হলে শিগগিরই ইতিবাচক ফল আসবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য বক্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

