কেশবপুরে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় জানালার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কেশবপুর শহরের প্রেস ক্লাব সংলগ্ন যশোর–সাতক্ষীরা সড়কের পাশে। নিহত শ্রমিকের নাম তুহিন হোসেন (৪০), তিনি মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। আহতরা হলেন আবু সাইদ (৩৫) ও সিয়াম হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তুহিন ও আরও দুইজন শ্রমিক ভবনের তৃতীয় তলায় জানালার স্লাইডিং গ্লাস বসানোর কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তুহিন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের সঙ্গে খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিস ইউনিট ও সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং দুইজন আহত হওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

