AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসন্ন নির্বাচনে এখনো সিদ্ধান্ত নেননি - একরামুজ্জামান



আসন্ন নির্বাচনে এখনো সিদ্ধান্ত নেননি - একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক এস. এ. কে. একরামুজ্জামান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

শনিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “দু’যুগেরও অধিক সময় ধরে নাসিরনগরের মানুষের সঙ্গে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছি। এই দীর্ঘ সময়ে জনগণের ভালোবাসা ও আস্থা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিবার্য পরিস্থিতিতে নাসিরনগরের মানুষের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ আমার পাশে ছিল। এজন্য আমি চিরকৃতজ্ঞ।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসন্ন নির্বাচনে আমাকে নিয়ে মানুষের আন্তরিকতা ও আগ্রহ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। তবে সার্বিক দিক বিবেচনায় আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে একরামুজ্জামান বলেন, “বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ২০ বছরের পথচলায় আবেগ ও আত্মার বন্ধন গড়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন বিষয়ে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা ও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”

বিবৃতির শেষাংশে তিনি আরও বলেন, “নাসিরনগরের যেকোনো দুঃসময়ে আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো—এটি আমার অঙ্গীকার।”

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!