দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “অর্থনৈতিক দিক থেকে আমরা এখন স্বস্তিতে আছি, তাই আমাদের মধ্যে এক ধরনের আস্থা কাজ করছে।”
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দারিদ্র্যের হার বেড়েছে বলে উল্লেখের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমি এখন তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য বেড়েছে কি না, তা বলার আগে অনেক ব্যাখ্যা দিতে হয়। আমি জানি তারা কীভাবে দারিদ্র্য পরিমাপ করে—তাদের নিজস্ব পদ্ধতি ও ক্লায়েন্টভিত্তিক দৃষ্টিভঙ্গি আছে।”
তিনি বলেন, “আপনি ৫ হাজার মানুষের টেলিফোনে কথা বলে জরিপ চালালেন, তারপর বললেন দারিদ্র্য বেড়ে গেছে—এসব পদ্ধতির নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। কেউ চাইলে এমন জরিপের ফলাফল ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টে দিতে পারে। তাই আমি বলব, তথ্যের ব্যাখ্যায় সতর্ক থাকা উচিত। অবশ্যই চ্যালেঞ্জ আছে, কিন্তু যে হারে বৃদ্ধি দেখানো হচ্ছে, তা বাস্তবচিত্র নয়।”
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি মন্তব্য উদ্ধৃত করে সালেহউদ্দিন আহমেদ বলেন, “অমর্ত্য সেন একবার বলেছিলেন, দারিদ্র্য মাপার জন্য জটিল পদ্ধতির দরকার নেই—দরিদ্র মানুষকে দেখলেই বোঝা যায় তার অবস্থা।”
অর্থনীতি এখন স্বস্তিতে আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। তাই আমরা কিছুটা আত্মবিশ্বাসী। তবে অন্য দিকগুলো নিয়ে মন্তব্য করা এখনই ঠিক হবে না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

