পটুয়াখালীর বাউফল উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে ৭৯ জন জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের তালিকাভুক্ত জেলেদের মাঝে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য আল মামুন ও শিমুল, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

