দেশের ব্যাংক খাত নানা অনিয়ম, দুর্নীতি ও পরিচালনাগত সমস্যার কারণে অস্থিরতার মুখে থাকলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাতে আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে আমানত ৭৩ হাজার ৭৯ কোটি টাকা বা ৩.৮ শতাংশ বেড়েছে।
মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। জুনের শেষে তা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকায়।
পরিসংখ্যান দেখাচ্ছে, গ্রামীণ এলাকায় শহরের তুলনায় আমানতের বৃদ্ধি বেশি। গ্রামীণ অঞ্চলে প্রবৃদ্ধি ৪.৮৭ শতাংশ, যেখানে শহরাঞ্চলে ৩.৬ শতাংশ। জুন শেষে শহরাঞ্চলের আমানত ১৬ লাখ ৮০ হাজার ৫৫৮ কোটি টাকা এবং গ্রামীণ এলাকার ৩ লাখ ১৬ হাজার ২৪ কোটি টাকা। মার্চ শেষে শহরাঞ্চলের অংশ ছিল ৮৪.১৭ শতাংশ, গ্রামীণ অঞ্চলের ১৫.৮৪ শতাংশ।
বিশ্লেষকরা মনে করছেন, গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসার, সঞ্চয়পত্র এবং প্রণোদনা প্রকল্পগুলোর কারণে আমানত বৃদ্ধি বেশি হয়েছে। এছাড়া সুদের হারের সামান্য বৃদ্ধিও আমানতকারীদের আগ্রহ বাড়িয়েছে। মার্চের শেষে গড় সুদহার ছিল ৬.২৪ শতাংশ, যা জুনে বেড়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশ।
ঋণও একই সময়ে বেড়েছে। জানুয়ারি-মার্চে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা, যা জুনে বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ১৭২ কোটি টাকায়, বৃদ্ধি হয়েছে ২১ হাজার ৫৫৪ কোটি টাকা বা ১.২৬ শতাংশ। বিতরণকৃত ঋণের মধ্যে ৯২.৪৬ শতাংশ শহরাঞ্চলে এবং ৭.৫৪ শতাংশ গ্রামীণ এলাকায় গেছে।
বিশ্লেষকরা বলছেন, শহরাঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও শিল্প বেশি হওয়ায় ঋণ প্রবাহও সেখানেই কেন্দ্রীভূত। গ্রামীণ এলাকায় কৃষি ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম থাকলেও তা মোট ঋণের তুলনায় সীমিত।
ব্যাংকারদের মতে, কিছু নির্দিষ্ট স্থিতিশীল ব্যাংকের কারণে আমানত বৃদ্ধি বজায় আছে, কারণ সাধারণ আমানতকারীরা তুলনামূলক সুনামধন্য ব্যাংকগুলোকে বেশি পছন্দ করছেন। তবে শুধুমাত্র আমানত বৃদ্ধি ব্যাংক খাতের সংকট সমাধান করবে না। সুদের হার বেড়ে গেলেও ঋণ পুনঃপ্রাপ্তি ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ না হলে বৃদ্ধি টেকসই হবে না।
গবেষক এম হেলাল আহমেদ জনি বলেছেন, “গ্রামীণ এলাকায় আমানতের বৃদ্ধি ইতিবাচক সংকেত। তবে শুধুমাত্র সুদের হারের কারণে তা দীর্ঘমেয়াদি সমাধান নয়। ব্যাংকে আস্থা ফিরিয়ে আনা, ঋণ পুনঃপ্রাপ্তি নিশ্চিত করা এবং খেলাপি ঋণ কমানো মূল চ্যালেঞ্জ।”
চূড়ান্তভাবে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বৃদ্ধি সুদের হার বৃদ্ধি এবং কিছু কার্যকর ব্যাংকের পদক্ষেপের কারণে হলেও শহরাঞ্চলে মূলতই প্রবাহ বেশি। ব্যাংক খাত স্থিতিশীল করতে হলে শুধু আমানত বৃদ্ধি নয়, ঋণ পুনরুদ্ধার, অনিয়ম নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠাও অপরিহার্য।
একুশে সংবাদ/কা.বে/এ.জে