AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উন্নয়ন প্রকল্পে যুক্ত হলো কালীগঞ্জ উপজেলা নতুন কমপ্লেক্স ভবন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:১৩ পিএম, ৭ অক্টোবর, ২০২৫

উন্নয়ন প্রকল্পে যুক্ত হলো কালীগঞ্জ উপজেলা নতুন কমপ্লেক্স ভবন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারি সেবা কার্যক্রম এখনো চলছে ১৯৮০–এর দশকে নির্মিত পুরোনো ও অপ্রতুল ভবনে। ফলে সরকারি দপ্তরের সম্প্রসারিত কাজ ও জনসেবার পরিধি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বর্তমান ভবনটি অকার্যকর হয়ে পড়েছে। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে উন্নয়ন প্রকল্পে যুক্ত হয়েছে “কালীগঞ্জ নতুন উপজেলা কমপ্লেক্স ভবন”।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুন মাসে ৪৬. ০২. ৩৩৩৪ .৯৯. ০০৪. ১৯. ৬৯৯  নং স্মারকে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প পরিচালকের কাছে টপোগ্রাফিক সার্ভে ও মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রায় ছয় বছর পেরিয়ে গেলেও সেই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ছিল খুব ধীরগতির।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার অধিকাংশ সরকারি দপ্তর এখনো বিভিন্ন পুরোনো ভবনে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে। অফিসকক্ষ সংকট, অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা দিতে প্রয়োজনীয় কম্পিউটার, নেটওয়ার্ক সংযোগ, বিদ্যুৎ ও পানি সুবিধাও পর্যাপ্ত নয়।

সমাজসেবা, মৎস্য, কৃষি সম্প্রসারণ ও প্রাথমিক শিক্ষা অফিসে দেখা গেছে, সাধারণ সেবা প্রত্যাশীরা বারান্দায় দাঁড়িয়ে সেবা নিতে বাধ্য হচ্ছেন; তাদের জন্য নেই পর্যাপ্ত বসার জায়গা। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, একটি আধুনিক ও একীভূত উপজেলা কমপ্লেক্স ভবন হলে নাগরিক সেবা সহজ হবে এবং দাপ্তরিক কার্যক্রমে গতি আসবে।

বর্তমানে ২১৭.৫১ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলার জনসংখ্যা প্রায় ৩ লাখ ১০ হাজার ৯৪৩ জন। জনসংখ্যা ও প্রশাসনিক চাহিদার তুলনায় বর্তমান অবকাঠামো অনেক সীমিত।

উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক বলেন, “উপজেলার জন্য নতুন ভবনের ডিজাইনের কাজ চলমান রয়েছে। এটি হবে ৮ তলা বিশিষ্ট আধুনিক ও দৃষ্টিনন্দন ভবন, যার দৈর্ঘ্য ৩১ মিটার ও প্রস্থ ২১ মিটার। এখানে পর্যাপ্ত অফিসকক্ষ, সভাকক্ষ ও জনসেবা কেন্দ্র থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, “ভবনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর একাধিকবার বৈঠক করেছে। মাস্টার প্ল্যান অনুযায়ী স্থান নির্বাচন করা হয়েছে, তবে টেকনিক্যাল দিক বিবেচনায় আরও পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো. মোনায়েম সরকার বলেন, “কালীগঞ্জ উপজেলা কমপ্লেক্সটি অত্যাধুনিক ডিজাইনের ৮ তলা ভবন হিসেবে নির্মিত হবে, যাতে লিফটসহ প্রয়োজনীয় সব আধুনিক সুবিধা থাকবে। নভেম্বরের মধ্যে প্রকল্পের অনুমোদন হবে এবং ডিসেম্বর মাসে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!