ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত এই মানের সোনা প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা দামে কেনাবেচা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন দর তালিকা (ভরি প্রতি)
২২ ক্যারেট: ১,৭৮,৮৩২ টাকা
২১ ক্যারেট: ১,৭০,৭০৩ টাকা
১৮ ক্যারেট: ১,৪৬,৩১৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,২১,১৬৬ টাকা
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয়ভাবে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে এখনো ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা, আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে