বিদায়ী আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে বাংলাদেশ পেয়েছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৭ কোটি ৮১ লাখ ডলার।
সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ এক বছরে প্রবাহ বেড়েছে প্রায় ৮ দশমিক ৯০ শতাংশ।
শুধু ৩১ আগস্ট এক দিনেই দেশে এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। জুলাই ও আগস্ট মিলে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।
গত জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক থেকে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ), যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
একুশে সংবাদ/এ.জে