AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী পাকিস্তান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৩ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কার্যালয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উঠে আসে।

এহসান আফজাল খান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং শুল্ক ও অশুল্ক বাধা কমানোর মাধ্যমে বাণিজ্য বাড়ানো সম্ভব। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করার পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্যিক সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমাদের দেশে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল লাইমস্টোনসহ নির্মাণকাজে ব্যবহৃত স্টোন আমদানিনির্ভর। প্রতিবছর প্রায় ৫০ মিলিয়ন টন স্টোন প্রয়োজন হয়। এ কারণে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ জরুরি।”

তিনি আরও বলেন, শ্রম উৎপাদনশীলতা, ইউটিলিটি ব্যবহার, লজিস্টিক উন্নয়ন, অর্থায়নের সহজলভ্যতা ও বাজার প্রবেশাধিকারের মাধ্যমে বর্তমান সীমিত বাণিজ্য কাঠামোকে প্রসারিত করা সম্ভব। এতে শুধু বাণিজ্য ঘাটতি কমবে না, বরং জনগণের পারস্পরিক সম্পর্কও আরও দৃঢ় হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে অতিরিক্ত সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!