বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বিপিএম-৬ মানদণ্ডে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইএমএফের হিসাবে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৬৪৫ কোটি ডলার, আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে এই অঙ্ক ৩ হাজার ১৪৩ কোটি ২০ লাখ ডলার।
তথ্যমতে, গত ২ সেপ্টেম্বর রিজার্ভ ছিল বিপিএম-৬ মানদণ্ডে ২ হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩ হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ডলার। এর আগে ২৮ আগস্ট বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৬১৯ কোটি ১২ লাখ ডলার।
ক্রমাগত তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগস্ট মাসজুড়ে ধাপে ধাপে রিজার্ভের অঙ্কে সামান্য ওঠানামা হয়েছে। যেমন ২৪ আগস্ট বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৫৮৭ কোটি ২৭ লাখ ডলার, আর ২১ আগস্ট এ অঙ্ক দাঁড়ায় ২ হাজার ৫৮৬ কোটি ১২ লাখ ডলারে।
গত ৬ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ নেমে গিয়েছিল ২ হাজার ৫০৫ কোটি ৭৮ লাখ ডলারে। তবে মাসের শেষ দিকে আবার কিছুটা বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বরে ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
একুশে সংবাদ/এন.ট/এ.জে