জামালপুরের ইসলামপুরে শিক্ষার মানোন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
ইএমডিসি প্রকল্প ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ সভায় একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নসহ ব্র্যাকের শিক্ষা উপকরণ ও প্রদর্শনী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় বক্তব্য দেন ব্র্যাক জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক, প্রধান কার্যালয়ের কর্মকর্তা মৌসুমী আহমেদ সিলভিয়া, ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার, ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান, ব্র্যাক উপজেলা ম্যানেজার মহসিন আলী প্রমুখ।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে