AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে থাকা ডলার আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না : অর্থ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশে থাকা ডলার আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না : অর্থ উপদেষ্টা

বাংলাদেশের হাতে থাকা বৈদেশিক মুদ্রা আপৎকালীন পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা যে ডলার কিনছি সেটা সত্যি। তবে এখন যে পরিমাণ রিজার্ভ আছে, তা বড় কোনো সংকট দেখা দিলে সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানি ব্যয়ের জন্য নয়, দুর্যোগের সময়ও এটি জরুরি হয়ে পড়ে। ২০০৭/০৮ সালে গভর্নর থাকার সময় সিডর ও আইলার অভিজ্ঞতা থেকেই বিষয়টি আমি উপলব্ধি করেছি।”

তিনি আরও বলেন, “ডলারের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখা না গেলে নেতিবাচক প্রভাব পড়বে। রেমিট্যান্স প্রেরকদের কথাও ভাবতে হবে, কারণ তারাই আমাদের মূল চালিকা শক্তি।”

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাজার থেকে দুই মিলিয়ন ডলার কিনেছে দাম স্থিতিশীল রাখতে। এ বিষয়ে আমদানিকারকদের বাড়তি চাপের প্রশ্নে উপদেষ্টা বলেন, স্থিতিশীলতা না রাখলে আরও বড় সমস্যা তৈরি হতে পারে।

বৈঠকের অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে—চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে গ্রেড-১ থেকে গ্রেড-২ এ উন্নীত করার অনুমোদন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুম আধুনিকায়ন, দেশে অকটেন আমদানির অনুমোদন, যাতে জ্বালানির সংকট না হয় ।

এদিকে পিপিআরসি’র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্যের কারণে ৭০ শতাংশ মানুষ অস্বস্তিতে আছে। এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা শুধু বলেন, তিনি প্রতিবেদনটি দেখেছেন, তবে এ বিষয়ে আর কিছু বলতে চাননি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!