ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেলের দাম সমন্বয় করে বাড়ানো হয়েছে। তবে কত টাকা বাড়বে তা ব্যবসায়ী সংগঠনগুলো পরে জানাবে।
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি তোলেন। আজকের বৈঠকে সেই প্রস্তাবই গৃহীত হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে দাম ওঠানামা করলেও বাংলাদেশে ভোজ্যতেলের প্রভাব অনেক সময় উল্টোভাবে পড়ে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে তেলের দাম স্থিতিশীল থাকে না; বরং সাধারণ ভোক্তার ভোগান্তি বাড়ে।
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

