বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীকাল (বুধবার) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আলোচনার উদ্দেশ্যে তিনি বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন।
মঙ্গলবার (৯ জুলাই) তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে জুলাই মাসে একটি আলোচনা নির্ধারিত আছে। আমরা ফলপ্রসূ আলোচনা এবং ইতিবাচক ফলাফলের আশা করছি।”
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে জানান, “৩৫ শতাংশ শুল্ক এখনও চূড়ান্ত নয়। বিষয়টি আলোচনাধীন। আগামী ৯ জুলাই পরবর্তী বৈঠক হবে। সম্ভাবনা শেষ হয়ে যায়নি, বাংলাদেশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।”
এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো একটি নতুন চুক্তির খসড়া দলিল বাংলাদেশ পেয়েছে। তিনি বলেন, “এটি একটি বিস্তৃত নথি। আমরা খতিয়ে দেখছি, তারা কী ধরনের চুক্তি চাচ্ছে এবং পর্যালোচনার সুযোগ কতটুকু।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের শুল্ক বিরতির মেয়াদ শেষে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রুথ সোশ্যাল মাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আগে গত এপ্রিল মাসে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেও তা স্থগিত করা হয়েছিল।
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার দরজা এখনও খোলা আছে এবং আলোচনার মাধ্যমে সমঝোতার পথ রয়েছে।
একুশে সংবাদ/স.কা/এ.জে