আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের রেমিট্যান্স প্রবাহে ব্যাপক উল্লম্ফন দেখা গেছে। চলতি বছরের মে মাসের প্রথম ২৪ দিনেই প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।
রেমিট্যান্স গ্রহণে বিশেষায়িত ব্যাংকের মধ্যে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের তালিকায় রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে দেশে এসেছিল ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছর জানুয়ারিতে এসেছিল ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার এবং মার্চে এসেছিল রেকর্ড ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
বিদেশে কর্মরত প্রবাসীদের এই রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে