আন্তর্জাতিক যাত্রীসেবা ও ওষুধ-জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি-রপ্তানি ব্যতীত সোমবার (২৬ মে) থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
রোববার (২৫ মে) রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার আব্দুল কাইয়ুম ও উপ কর কমিশনার রইসুন নেসা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের কাছে তাদের চারটি দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় কর্মবিরতি অব্যাহত রাখা হচ্ছে। ঐ দাবিগুলো হলো — জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য প্রকাশ এবং খসড়া ও সুপারিশগুলো সংশ্লিষ্ট অংশীদারদের মতামত নিয়ে পুনঃমূল্যায়ন।
ঐক্য পরিষদ জানায়, তারা রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের জন্য স্বতন্ত্র ও বিশেষায়িত রাজস্ব নীতিনির্ধারণ প্রতিষ্ঠান গঠনের দাবি জানিয়ে আসছে।
তারা অভিযোগ করেছেন, এনবিআর চেয়ারম্যান সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনায় বাধা দিচ্ছেন এবং বিগত সময়ে কর ফাঁকি, অডিট কার্যক্রম বন্ধসহ দেশের অর্থনীতিতে অসুবিধা সৃষ্টি করেছেন। এছাড়াও ভ্যাট হার অযৌক্তিক বৃদ্ধির কারণে অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।
এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই দাবিগুলোর বাস্তবায়নের বিষয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন