AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০:০২ পিএম, ২৫ মে, ২০২৫

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কাউছার মিয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

রবিবার (২৫ মে) দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে মৃত আরজু ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত কাউছার মিয়া মালিতা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার মিয়ার সঙ্গে মালিতা গ্রামের আরজু ভূঁইয়ার মেয়ে বিউটি বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে জমির বায়না বাবদ পাওনা টাকা চাইতে গেলে কাউছার মিয়া ২০-২৫ জনের একটি দল নিয়ে বিউটি বেগমের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা পাঁচটি রুমে তাণ্ডব চালিয়ে টিভি, ফ্রিজ, আলমারি ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার, জমির বায়নার মূল দলিলসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বিউটি বেগম বলেন, “দুই মাস আগে তালতলী গ্রামের গণিমিয়ার কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি কেনার বায়না দিই। পরে কাউছার মিয়া গণিমিয়াকে চাপ প্রয়োগ করে অতিরিক্ত টাকা দিয়ে জমিটি নিজের নামে নেয়। আমি বায়নার টাকা ফেরত চাইলে সে নানা সময় হুমকি দেয়। আজ সকালে টাকা চাইতে গেলে সে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়।”

এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে অভিযুক্ত কাউছার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/ ন.প/এ.জে

Link copied!