AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অধ্যাদেশ সংশোধনে সরকারের আশ্বাস, কর্মসূচি স্থগিত করলেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২২ পিএম, ২৫ মে, ২০২৫

অধ্যাদেশ সংশোধনে সরকারের আশ্বাস, কর্মসূচি স্থগিত করলেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংশোধন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিদ্যমান অধ্যাদেশটি বাস্তবায়ন করা হবে না। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে তারা পূর্বঘোষিত কর্মবিরতি কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে এনবিআরের চারদফা দাবির প্রেক্ষিতে সোমবার (২৬ মে) থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেয় কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির আওতায় আন্তর্জাতিক যাত্রীসেবা ও ওষুধ ও জীবনরক্ষাকারী সরঞ্জামের আমদানি-রপ্তানি কার্যক্রম ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেওয়া হয়।

রোববার রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ের নিচে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার আব্দুল কাইয়ুম ও উপ কর কমিশনার রইসুন নেসা।

সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

 

একুশে সংবাদ/ চ.ট /এ.জে

Link copied!