"ভূমি উন্নয়ন কর দিন, সেবা নিন ঘরে বসে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।
শনিবার (২৫ মে) সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা খাতুন। ফিতা কেটে মেলার উদ্বোধনের মাধ্যমে তিনি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও রোকসানা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—কেশবপুর নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রহমান, সাংবাদিক এসআর সাঈদ ও শামীম আখতার মুকুল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট মোঃ হাদিউজ্জামান।
এই মেলার মাধ্যমে ভূমি বিষয়ক সেবা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই, পরামর্শসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা সরাসরি নাগরিকদের মাঝে পৌঁছে দেওয়া হবে।
ভূমি মেলা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।
একুশে সংবাদ/য.প্র/এ.জে