নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি তুলে ধরেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সংবাদ সম্মেলনে গভর্নর জানান, জানুয়ারি থেকে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে এবং এই ধারা অব্যাহত রাখতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে।
মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “এটি সময়সাপেক্ষ বিষয় হলেও আমরা পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিয়েই এগোচ্ছি।”
একুশে সংবাদ/চ.ট/এ.জে