বাংলাদেশের বাজারে সোনার মূল্য কমেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য কমার প্রভাবে স্থানীয় বাজারেও সমন্বয় আনতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (৭ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১,৫৭৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা এখন ১,৭০,৫৫১ টাকায় বিক্রি হবে। এটি আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) থেকে কার্যকর হবে। এর আগে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ১,৭২,১২৬ টাকায়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোনার নতুন দর (প্রতি ভরি):
২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা
২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা
১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯২ টাকা
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান দর (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২,৮১১ টাকা
২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকাৎ
একুশে সংবাদ/আ.ট/এ.জে