AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৬ পিএম, ৮ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার ভিত্তিতে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা রয়েছেন। আজ বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং আগামীকাল (বুধবার) গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর আলোচনা কোন দিকে যাচ্ছে, তা বোঝা যাবে। আমরা আশা করছি, ইতিবাচক ফল মিলবে।”

তিনি জানান, “গত ৬ জুলাই এক দফা আলোচনা হয়েছে এবং তা মোটামুটি সন্তোষজনক ছিল। বর্তমানে ওয়ান-টু-ওয়ান পর্যায়ে আলোচনার জন্য ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

ড. সালেহউদ্দিন বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ মিলিয়ন ডলার। অথচ ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটতি প্রায় ১২৫ বিলিয়ন ডলার, তবু তাদের বিষয়ে ইতিবাচক বিবেচনা করা হয়েছে। আমাদের মতো দেশের জন্য অতিরিক্ত শুল্ক চাপানো যৌক্তিক নয়।”

মূল্যস্ফীতি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “খাদ্যসামগ্রীর দাম অনেকটা কমেছে এবং এই প্রবণতা অব্যাহত রয়েছে। তবে অখাদ্য খাতে দাম কমতে কিছুটা সময় লাগবে। বাজেট ঘাটতি খুব বড় নয়। আমরা কর সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনছি, এতে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা যায়।”

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!