AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৪ পিএম, ১৪ জুলাই, ২০২৫

টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন

ক্যাপশন: ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

ওয়ালটন পুরস্কার পেয়েছে—টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য, বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে এবং টেকসই উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় অসামান্য অবদানের জন্য ‘অনারেবল মেনশন’ ক্যাটাগরিতে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় এস এম মাহবুবুল আলম বলেন, “তিনটি ক্যাটাগরিতে সম্মানজনক এ পুরস্কার অর্জন আমাদের জন্য গর্বের। পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই উন্নয়নে ওয়ালটনের অব্যাহত কাজের স্বীকৃতি এটি।”

তিনি আরও জানান, ওয়ালটন কারখানায় স্থাপন করা হয়েছে পরিবেশবান্ধব রুফটপ সোলার প্রজেক্ট ও দেশের সবচেয়ে বড় এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট। পাশাপাশি ফ্রিজ ও এসিতে ক্ষতিকর গ্যাস (CFC, HCFC) ফেজ আউটের উদ্যোগ এবং মেটাল-প্লাস্টিক রিসাইক্লিংয়ের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসব পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন এর আগেও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ও জাতীয় পরিবেশ পদক পেয়েছে।

সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের যৌথ উদ্যোগে আয়োজিত এ পুরস্কার প্রক্রিয়ায় এবার মোট ২২টি ক্যাটাগরিতে ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। কঠোর মূল্যায়নের ভিত্তিতে ৬০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে ওয়ালটন অন্যতম।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!