AB Bank
ঢাকা বুধবার, ২৯ মে, ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদ ঘিরে জমে উঠেছে সুগন্ধি কেনাবেচা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৮ পিএম, ৮ এপ্রিল, ২০২৪
ঈদ ঘিরে জমে উঠেছে সুগন্ধি কেনাবেচা

চারদিকে ঈদ ঈদ গন্ধ। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরে ঘরে প্রস্তুতি শুরু হয়েছে। ঈদ কেনাকাটায় শপিংমলগুলোতেও ক্রমশ ভিড় বাড়ছে।

ঈদে জামা-জুতোর পাশাপাশি নতুন সৌরভে নিজেদের সাজিয়ে তোলার হিড়িক পড়ে। তাই ঈদ কেনাকাটার তালিকায় নতুন সুগন্ধিও যোগ হয়। সুগন্ধির মধ্যে আতরের চাহিদা থাকে সবচেয়ে বেশি। আতরের সুবাস ইসলামিক সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার। তাই নানা গন্ধ ও ফ্লেভারের আতর কিনতে দোকানে দোকানে ভিড় করেন ক্রেতারা।

একজন ক্রেতা বলেন, রমজানে যেহেতু তারাবি নামাজ থাকে, তাই এই সময় আতর বেশি ব্যবহার করা হয়। অপর এক ক্রেতা বলেন, প্রতিবছর ঈদের সময় আতর কেনা হয়ে থাকে। এটির একটি আলাদা আমেজ আছে।

আতর ছাড়াও সুগন্ধির নানা ধরণ রয়েছে। বডি স্প্রে, পারফিউম, রোল অন পারফিউম ইত্যাদি। প্রত্যেকটির আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। এরমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমের ওপর সবসময়ই ক্রেতাদের ঝোঁক থাকে। বিক্রেতারা জানান, সম্প্রতি দ্রব্যমূল্য ও ডলারের দাম বৃদ্ধির কারণে বিদেশি ব্র্যান্ডের পারফিউমের দামেও প্রভাব পড়েছে।

 

একুশে সংবাদ/ই.ফ.প্র/জাহা

Link copied!