বাজারে নিত্যপণ্যের কোন স্বল্পতা নাই, চালের দাম নিয়েও কোনো অস্বস্তি নাই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, সরকার নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টায় আছে।
মঙ্গলবার (১২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রনে রাখতে মনিটরিং হচ্ছে। ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলমান খুব শিগগিরই তা দেশে আসবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও জানান, চিনি ১৪০ টাকা কেজির বেশি হবে না, প্যাকেট চিনির দাম হবে ১৪৫ টাকা। এ সময় তিনি জানান, আগামীকাল বুধবার (১৩ মার্চ) মানভেদে খেজুররের দাম নির্ধারণ করে দেবে সরকার।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

