AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২১১৮১ কোটি টাকা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:৩৩ পিএম, ৩ ডিসেম্বর, ২০২৩

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২১১৮১ কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ১৯৩ কোটি ডলার। প্রতি ডলার ১০৯ টাকা ৭৫ পয়সা দরে যার পরিমাণ ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা। গত বছরের নভেম্বরে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার। তবে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে, চলতি বছরের অক্টোবর মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। এ ছাড়া গত জুলাই মাসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখআ ডলার ।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি ৬৬ লাখ টাকা।

 


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা 

Shwapno
Link copied!